মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

সকালের কবিতা

যে কথারা মালা গেঁথে ছিল

দে বা শি স    কো না র

যে কথারা মালা গেঁথেছিল জ্যোৎস্না রাতে পাখির কলতানে
তারা এখন আর নেই হারিয়ে গেছে নাকি লুকিয়ে কোথাও

মাথার মধ্যে শুধু অযাচিত পাপবোধ ঘোরে

দ্রোহকাল শেষ তবে এই মায়া শালিখের ডাক
কালপ্যাঁচা দুর্নিবার অবশেষ শ্বাপদের যম
যেমন করে গিলে খাও ব্যাঙ তেমন তোমারও মৃত্যু
দুহাতে কলম তুলে লিখে যাও অত্যাচারী গান

কে তোমায় নিরস্ত্র করে ? দেখি আজ ভেল্কির খেলা !

গোপন কথারা ফুটে বের হলে মরুভূমি ভরে যাবে
এ সব জেনেও তুমি দূরে বসে হরতন দ্যাখ !

এভাবে ভাবলে নদী আকাশে বিলীন হতে পারে









শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

হারানো চাবি

যে চাবিটি হটাত হারিয়ে গিয়েছিল , তাকে খুজে পেলে যে অনুভূতি হয়
আমার গাছ ফুল ফোটালে এবং তিনি হাসলে  - - - বুঝি একটা ভাল দিন
আঁধার রাত মাইলেজ পেলে আলগা ক্যারদানি ---- ঠুঁটো জগ্ননাথ মাখন
ঘি বলতে ভাঙ্গা কুলো । সে কি এলো ? সারমেয়কুল শুকছে অনন্ত ফসল
ভিক্ষ্যা চাও ! পাগলা খাবিও না আবার চিৎকার করবি কতদিন ------