যে কথারা মালা গেঁথে ছিল
দে বা শি স কো না র
যে কথারা মালা গেঁথেছিল জ্যোৎস্না রাতে পাখির কলতানে
তারা এখন আর নেই হারিয়ে গেছে নাকি লুকিয়ে কোথাও
মাথার মধ্যে শুধু অযাচিত পাপবোধ ঘোরে
দ্রোহকাল শেষ তবে এই মায়া শালিখের ডাক
কালপ্যাঁচা দুর্নিবার অবশেষ শ্বাপদের যম
যেমন করে গিলে খাও ব্যাঙ তেমন তোমারও মৃত্যু
দুহাতে কলম তুলে লিখে যাও অত্যাচারী গান
কে তোমায় নিরস্ত্র করে ? দেখি আজ ভেল্কির খেলা !
গোপন কথারা ফুটে বের হলে মরুভূমি ভরে যাবে
এ সব জেনেও তুমি দূরে বসে হরতন দ্যাখ !
এভাবে ভাবলে নদী আকাশে বিলীন হতে পারে
দে বা শি স কো না র
যে কথারা মালা গেঁথেছিল জ্যোৎস্না রাতে পাখির কলতানে
তারা এখন আর নেই হারিয়ে গেছে নাকি লুকিয়ে কোথাও
মাথার মধ্যে শুধু অযাচিত পাপবোধ ঘোরে
দ্রোহকাল শেষ তবে এই মায়া শালিখের ডাক
কালপ্যাঁচা দুর্নিবার অবশেষ শ্বাপদের যম
যেমন করে গিলে খাও ব্যাঙ তেমন তোমারও মৃত্যু
দুহাতে কলম তুলে লিখে যাও অত্যাচারী গান
কে তোমায় নিরস্ত্র করে ? দেখি আজ ভেল্কির খেলা !
গোপন কথারা ফুটে বের হলে মরুভূমি ভরে যাবে
এ সব জেনেও তুমি দূরে বসে হরতন দ্যাখ !
এভাবে ভাবলে নদী আকাশে বিলীন হতে পারে